Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলায় প্রথম রুশ নাগরিকের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২২, ১০:১৯ এএম

যুদ্ধের ৭৮ তম দিনে এসে রাশিয়ার সীমান্তের ভেতরে ইউক্রেনের সেনাদের প্রত্যাঘাতে প্রথমবারের মতো এক সাধারণ রুশ নাগরিকের প্রাণহানি ঘটল। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলের সলোখিতে গোলাবর্ষণে বুধবার রাতে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাদকভ বৃহস্পতিবার বলেন, ‘ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সোলোখি গ্রাম। বুধবার রাতে সেখানে ভারী গোলাবর্ষণ করে ইউক্রেন সেনারা। তার ফলে এক সাধারণ গ্রামবাসী নিহত হয়েছেন।

সম্প্রতি আমেরিকা থেকে এম-৭৭৭ হাউইৎজার কামান পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ৪০ কিলোমিটার পাল্লার এই কামান ডনবাস সীমান্তে রুশ বাহিনীর মোকাবিলায় মোতায়েন করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিনির জেলেনস্কির অনুগত বাহিনী।

কয়েকদিন আগে ইউক্রেনের গোলন্দাজ বাহিনীর হামলায় সীমান্তবর্তী রুশ গ্রাম নেখোতেভকা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তবে তার আগেই রুশ সেনারা গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কোনও প্রাণহানি ঘটেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ