Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২২, ৮:৫৮ এএম

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। নিহতেরা হলেন- ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা ও ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাইলটরা হেলিকপ্টারটি অবতরণ করার চেষ্টা করার সময় তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই পাইলটই মারা যান। হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। একটি টুইট বার্তায় তিনি বলেন, রায়পুর বিমানবন্দরে রাষ্ট্রীয় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার একটি দুঃখজনক খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায়, আমাদের উভয় পাইলট ক্যাপ্টেন পান্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব মারা গেছেন। এই শোকের সময়ে ঈশ্বর তাঁর পরিবারের সদস্যদের শক্তি এবং বিদেহী আত্মার শান্তি দান করুন। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ