Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিউবার হোটেল বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ৭:১৮ পিএম

কিউবার জনস্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ৬ মে কিউবার রাজধানী হাভানার সারাতোগা হোটেলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৩জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একজন বিদেশি রয়েছে।

কিউবার জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৬টা পর্যন্ত দুর্ঘটনায় ৪৩জন নিহত হয়েছে। এর মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং একজন গর্ভবতী নারী ছিলেন।

হাভানার ল্যান্ডমার্ক সারাতোগা হোটেলটি বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের বাইরে একটি তরল গ্যাস ট্যাঙ্ক লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।

বর্তমানে কয়েকশ’ উদ্ধারকারী সম্ভাব্য জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে। সূত্র: সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ