মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মুম্বাইয়ের সবচেয়ে বড় মসজিদের প্রধান মুয়াজ্জিন মোহাম্মদ আশফাক কাজী আজানের আগে লাউডস্পিকারের সাথে সংযুক্ত একটি ডেসিবেল মিটার পরীক্ষা করছিলেন। কারণ তাকে মাইকগুলোর ভলিউম কমাতে হবে। আশফাক কাজী বলেন, আমাদের আজানের ভলিউম রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে, কিন্তু আমি চাই না এটি সাম্প্রদায়িক সহিংসতায় মোড় নিক। বলেছেন কাজী, ভারতের পশ্চিম উপকূলে বিস্তীর্ণ মহানগরীর অন্যতম প্রভাবশালী ইসলামিক পণ্ডিত। আশফাক কাজী ও মহারাষ্ট্রের অন্য তিনজন প্রবীণ আলেম রাজ্যের পশ্চিমে অবস্থিত নয় শতাধিক মসজিদের মাইকের আওয়াজ কমাতে সম্মত হয়েছেন। কারণ স্থানীয় হিন্দু রাজনীতিবিদরা মাইকের শব্দ নিয়ে অভিযোগ করেছেন। হিন্দুত্ববাদী দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা রাজ ঠাকরে গত এপ্রিল মাসে বলেছিলেন, মসজিদ ও অন্যান্য উপাসনালয়গুলো অনুমোদিত শব্দ সীমার মধ্যে রাখা উচিত। যদি তারা সেই কাজটি না করে তাহলে তার অনুসারীরা মসজিদের বাইরে হিন্দুদের প্রার্থনা সঙ্গীত বাজাবে। মুম্বাইয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘যদি ধর্ম ব্যক্তিগত বিষয় হয়, তাহলে কেন মুসলমানদের (বছরের) ৩৬৫ দিন লাউডস্পিকার ব্যবহার করার অনুমতি দেওয়া হয়?’ আমার প্রিয় হিন্দু ভাই, বোন ও মায়েরা একত্রিত হন; এই লাউডস্পিকারগুলো নামিয়ে আনতে এক হোন।’ ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সম্পৃক্ত এই উগ্র হিন্দুত্ববাদী দলগুলোর কর্মকাণ্ডকে মুসলিম নেতারা ভারতের ২০ কোটি মুসলমানের ধর্মীয় স্বাধীনতা ও মুক্তভাবে ইবাদতের অধিকারের ওপর আঘাত হিসেবে দেখছেন। এরপরও মুসলমান ও হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে ঠাকরের মতো ছোট দলের নেতার দাবি মেনে নিয়েছেন বলে জানিয়েছেন আশফাক কাজী। ভারতের স্বাধীনতার পর থেকে বহুবার হিন্দু-মুসলমান দাঙ্গা হয়েছে। ২০২০ সালেও দিল্লিতে নাগরিকত্ব আইন নিয়ে দাঙ্গার ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের অধিকাংশই মুসলমান। কট্টরপন্থি হিন্দু নেতারা যখন ইসলামকে অবমূল্যায়ন করার চেষ্টা করছেন তখন কাজী বলেন, ‘আমাদের (মুসলিমদের) শান্ত ও সম্প্রীতি বজায় রাখতে হবে।’ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা চলতি মাসের শুরুতে আশফাক কাজীসহ ধর্মীয় নেতাদের সাথে দেখা করেছিলেন। তারা মসজিদের মিনার থেকে মাইক নামিয়ে নেওয়ার কথা বলেছিলেন। কারণ তাদের আশঙ্কা, এই ইস্যুতে রাজ্যে দাঙ্গা বেঁধে যেতে পারে। শনিবার মাইকে ফজরের আজান দেওয়ায় পুলিশ দুজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। ঠাকরের দলের কর্মীরা যেন মসজিদের চারপাশে জড়ো না হয় সেজন্য সতর্ক করেছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।