Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাজমহলের ২২টি কক্ষ খুলতে আবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০২ এএম

তাজমহল নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই। ভারতের আগ্রায় সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশে গড়ে তোলেন রাজকীয় এই সমাধিস্তম্ভ। সেই তাজমহলে ২২টি তালাবদ্ধ কক্ষ রয়েছে। ওই কক্ষগুলো খোলার দাবি জানিয়ে এলাহাবাদ আদালতে দ্বারস্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অযোধ্যা জেলায় বিজেপি’র মিডিয়া ইনচার্জ রজনীশ সিং আদালতে এই আরজি জানান। আদালতে আবেদনকারীর প্রতিনিধিত্ব করছেন আইনজীবী রুদ্র বিক্রম সিং। এই আবেদন নিয়ে শুনানিতে বসবে আদালত। রোববার বার্তা সংস্থা পিটিআই’কে রজনীশ বলেন, ‘তাজমহলের ২২টি বন্ধ কক্ষ খুলে দিতে আদালতে আর্জি জানিয়েছি। তালাবদ্ধ কক্ষে কী আছে, সত্যটা যাই হোক প্রকাশ্যে আসা উচিত।’ পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ