বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহিপুরে সুফিয়া বেগম (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলের দিকে মহিপুর থানার সদর ইউপির লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় মহিপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মৃত সুফিয়া বেগম ওই গ্রামের আল-আমিন’র স্ত্রী এবং এ দম্পত্তির ঘরে তাসিন ৬ বছর ও ৪ মাস বয়সী ইয়াসিন নামে দুটি পুত্র সন্তান রয়েছে।
মৃতের পিতা আবদুস সোবাহান হাওলাদার জানান, খবর পেয়ে আমি মেয়ের শশুর বাড়িতে এসেছি। এসে জানতে পারি দুপুরে আমার মেয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। এসময় আমার মেয়ের স্বামী বাড়িতে ছিলো। তিনিই ঝুলন্তাবস্থায় সুফিয়াকে উদ্ধার করেছে। তবে কি কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে তিনি বলতে পারেননি।
এবিষয়ে মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। খোঁজ-খবর নিয়ে আইন অনযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।