Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে ইউএনও-র গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সিংড়ার সাংবাদিক নিহত

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৪:৩১ পিএম

নাটোরে নলডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সিংড়ার স্থানীয় সাংবাদিক সোহেল আহমেদ জীবন (৩৩) নিহত হয়েছেন। ইউএনও-র সরকারী গাড়ী ব্যবহার করতেন তার স্ত্রী সিংড়ার গোল ই আফরোজ সরকারী কলেজে বাংলা বিভাগের শিক্ষিকা মানসি দত্ত মৌমিতা। সোমবার সেই সরকারী গাড়ি নিয়ে কলেজে যাওয়ার সময় ইউএনও-ও গাড়ির চাপায় প্রাণ গেল সাংবাদিক সোহেল আহমেদ জীবনের। সড়ক দুর্ঘটনার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মূত্যু বরন করেন।
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সিংড়া থেকে নিজ কর্মস্থল বন্দর স্কুল এন্ড কলেজে যাবার পথে নিংগইন পেট্রোল পাম্পের পাশে বিপরীত দিক থেকে আসা নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাংবাদিক সোহেল আহমেদ জীবন। পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মূত্যু বরন করেন।
সিংড়া ফায়ার সার্ভিস স্টেশন লিডার রওশন আলী জানান মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউএনও-র গাড়ির নিচ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম জানান সাংবাদিক সোহেল আহমেদ জীবনের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তবে নিহতের পরিবারকে সহযোগিতা করার কথা জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ