মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক যুবক এক মেয়েকে বিয়ের প্রস্তাবে রাজি করাতে না পেরে মেয়ের বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছেন। এতে হতাহত হয়েছেন ১৬ জন। বীভৎস ও ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। খবরে বলা হয়েছে, শনিবারই ইন্দোরের এক দোতলা বাড়িতে আগুন লাগে। এই ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। পুড়ে গিয়েছিল ভবনের পাশে থাকা গাড়ি-স্কুটারও। প্রাথমিক তদন্তে প্রশাসন দাবি করেছিল, রাত তিনটার দিকে শট-সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আসল ঘটনা হলো- ভবনটিতে অগ্নিকাণ্ডের পিছনে ছিল এক প্রেমিক যুবক। ২৭ বছরের এই যুবকের নাম শুভম ওরফে সঞ্জয় দীক্ষিত। শুক্রবার মধ্যরাতে আবাসনের সামনে এসে এক নারীর স্কুটার ও বাড়িতে আগুন লাগায় সে। কারণ, এই নারী তাকে বিয়ে করতে চাননি। আগুন লাগিয়ে পালিয়ে যায় ওই যুবক। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ওই যুবকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। নিউজ এইট্টিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।