মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সুপ্রিম জাতীয় নিরাপত্তা কমিটির বার্তাসংস্থা শনিবার জানায়, ইইউ’র সমন্বয়কারী এনরিক মোরা ১০মে ইরানে সফর করে ইরানের পারমাণবিক ইস্যুতে ব্যাপক চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নেবেন।
জানা গেছে, ইরান সম্প্রতি পারমাণবিক চুক্তির অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং লিখিত তথ্য বিনিময়ের বিষয়ে অব্যাহত আলোচনা করেছে।
যুক্তরাষ্ট্র-ইরান বিনিময়ে ইইউ’র ভূমিকার পরিপ্রেক্ষিতে, মোরার সফরকে সার্বিক পরমাণু আলোচনার গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে। যাকে এ খাতে গঠনমূলক পরামর্শের একটি নতুন পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে।
ইইউ’র বৈদেশিক বিষয় ও নিরাপত্তা-নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি বোরেল গতকাল এক সাক্ষাত্কারে বলেন, ইইউ ইরানের পারমাণবিক আলোচনার ‘অচলাবস্থা’ ভাঙতে জোর চেষ্টা চালাচ্ছে। তিনি আশা করেন, মোরা ইরান সফর করবেন। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।