Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেলোসির সফর থামানো উচিত ছিল : চীন

তাইওয়ান প্রণালীতে চীন-তাইওয়ানের যুদ্ধজাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

বেইজিংয়ের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাইওয়ানে ন্যান্সি পেলোসির সফর অবশ্যই থামানো উচিত ছিল ওয়াশিংটনের। চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে গত সপ্তাহে তাইপে সফর করেন পেলোসি। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পোলিসের সফর ইস্যুতে শনিবার যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং। তার সফরের জেরে ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার থেকে তাইওয়ান প্রণালীতে ব্যাপক আকারে সামরিক মহড়া করেছে চীনের সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে আবহাওয়া পরিবর্তন, সামরিক আলোচনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে চীন। পেলোসির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেসশনাল প্রতিনিধি দল তাইওয়ান সফরের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বেইজিং। এছাড়া পেলোসি ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছে দেশটি। তাদের অভিযোগ, এই সফরের মধ্য দিয়ে তাইওয়ানে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। অপরদিকে, একাধিক চীনা নৌযান প্রণালীটির মধ্যরেখা অতিক্রম করেছে। তাইওয়ান জানিয়েছে, তারা উপকূল-ভিত্তিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও প্যাট্রিয়ট ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর স্বশাসিত দ্বীপটির চারপাশে চীনের চার দিনের নজিরবিহীন সামরিক মহড়া শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে চীন ও তাইওয়ানের যুদ্ধজাহাজগুলোকে খোলা সমুদ্রে ‘ইঁদুর বিড়াল’ খেলতে দেখা গেছে। গত সপ্তাহে তাইওয়ানে পেলোসির সফর চীনকে ভয়াবহক্ষুব্ধ করেছে, এর পাল্টায় তাদের পরীক্ষামূলকভাবে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো স্বশাসিত দ্বীপটির রাজধানীর উপর দিয়ে উড়ে গেছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকারের তাইপে সফরের প্রতিক্রিয়ায় বেইজং ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের অনেক লিংকও বন্ধ করে দিয়েছেন। রোববার চীনের মহড়ার মধ্যেই বেইজিং ও তাইওয়ান প্রত্যেকের ১০টির মতো করে যুদ্ধজাহাজকে অপর পক্ষের জাহাজগুলোর খুব কাছ দিয়ে তাইওয়ান প্রণালীতে ঘুরে বেড়াতে দেখা গেছে; একাধিক চীনা নৌযান প্রণালীটির মধ্যরেখাও অতিক্রম করেছে বলে বিষয়টি সম্বন্ধে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, চীনের কয়েকটি সামরিক জাহাজ, বিমান ও ড্রোন তাইওয়ান ও এর নৌবাহিনীর ওপর ‘আক্রমণের অনুরূপ’ মহড়া চালিয়েছে। এর ‘যথোপযুক্ত’ প্রতিক্রিয়া জানাতে তাইপেও বিমান ও জাহাজ পাঠিয়েছে। শনিবারের মতো রোববারও চীনা বাহিনীগুলোকে তাইওয়ান প্রণালীতে দুই পক্ষকে ভাগ করা অনানুষ্ঠানিক মধ্যরেখায় ‘ব্যাপক চাপ’ সৃষ্টি করতে দেখা গেলেও তাইওয়ান মূলত চীনা জাহাজগুলোর ওপর কড়া নজরদারিরই মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেখানে যেখানে পেরেছে তারা চীনাদেরকে মধ্যরেখা অতিক্রম করতে বাধাও দিয়েছে বলে বিষয়টি সম্বন্ধে অবগত ব্যক্তি নিশ্চিত করেছেন। “দুই পক্ষই সংযম দেখিয়েছে। এক পক্ষ মধ্যরেখা অতিক্রমের চেষ্টা করেছিল, অন্য পক্ষে তাদের পথে দাঁড়িয়ে তাদেরকে তুলনামূলক অসুবিধাজনক অবস্থানে ঠেলে দেয়, যার ফলশ্রুতিতে তাদেরকে অন্য পাশে চলে যেতে হয়,” বলেছেন তিনি। সিনহুয়া, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেলোসির সফর থামানো উচিত ছিল : চীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ