Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুকে ব্যথা নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:৫০ পিএম

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গুরুতর অসুস্থ হয়ে শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, সমাজকল্যাণমন্ত্রী রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।

প্রথমে তাকে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ব্যথা বাড়তে থাকলে অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে আছেন।

অধ্যাপক ডা. বিমল রায় জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাজকল্যাণমন্ত্রী

১১ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ