Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রমজানেও লোডশেডিং

| প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০৩ এএম

রমজান মাস সংযমের মাস। রহমতের মাস, বরকতের মাস। মুসলিম জাতির জন্য আল্লাহ তা’আলার পক্ষ হতে এ মাসে রয়েছে অনেক কল্যাণ ও বরকত। এ মাসে ইবাদত ও ফজিলত অনেক। তাইতো মুসলমানগণ বেশি বেশি নেকি অর্জনের জন্য দিনে রোজা রাখে, রাত জেগে নামাজ পড়ে, সাহরি খায়। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এখানে শতকরা প্রায় নব্বই ভাগই মুসলিম। কিন্তু সারাবছরের তুলনায় এই পবিত্র মাসেই লোডশেডিং তুলনামূলক বেশি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) যেখানে অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থী মুসলিম। লোডশেডিংয়ে দিনে তেমন সমস্যা না হলেও রাতে শিক্ষার্থীরা ভোগান্তরি শিকার হচ্ছে। দেখা যায় রাতে নামাজের সময়, সাহরির সময় বিদ্যুৎ চলে যায়। তখন অনেক শিক্ষার্থীর নামাজ পড়তে সমস্য হয়, তাদের খাবার রান্না করতে পারে না, খাবার পানি নিতে পারে না। রমজানে অধিকাংশ সময় পরীক্ষা চলায় বিদ্যুৎ চলে যাওয়ায় তাদের পড়ালেখার অনেক সমস্যা হয়। তাছাড়া গ্রীষ্মের দাবদাহে বিদুৎ ছাড়া থাকা কষ্টকর। তাই অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার করতে বাকৃবির প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সাকিবা আক্তার লাবণ্য
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজানেও লোডশেডিং
আরও পড়ুন