মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি রাশিয়ার গ্যাসে এমবার্গো বসানোর প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অধিকাংশ দেশ তাতে সায়ও দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়া সতর্কবার্তা দিয়েছে। অস্ট্রিয়ার অর্থমন্ত্রী বলেছেন, তারাও চান রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা জারি হোক। বস্তুত, সে কারণেই রাশিয়ার ওপর থেকে গ্যাস এবং তেলের নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে অস্ট্রিয়া। যত দ্রুত সম্ভব তা সম্পূর্ণ কমিয়ে ফেলা হবে। কিন্তু বাস্তব হলো, রাশিয়ার গ্যাসের ওপর অস্ট্রিয়া ৮০ শতাংশ নির্ভরশীল। ফলে অদূর ভবিষ্যতে তা শূন্য করা সম্ভব নয়। ফলে এমবার্গোর বিষয়ে আরো আলোচনা প্রয়োজন বলে তারা মনে করে।অস্ট্রিয়া এ বিষয়ে জার্মানিকেও সতর্ক করেছে। অর্থমন্ত্রীর বক্তব্য, জার্মানিও অস্ট্রিয়ার মতো রাশিয়ার গ্যাসের ওপর চূড়ান্তভাবে নির্ভরশীল। এ পরিস্থিতিতে জার্মানিরও প্রস্তাবটি নিয়ে আরো ভাবা দরকার। জার্মানি অবশ্য আগেই জানিয়েছে, রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা যত দ্রুত সম্ভব কমিয়ে ফেলার চেষ্টা করছে তারা। সূত্র : রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।