Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোয়াইট হাউসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসসচিব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২২, ১২:০২ পিএম

হোয়াইট হাউসের ইতিহাসে এই প্রথম উচ্চপদে কোনো কৃষ্ণাঙ্গকে নিয়োগ দেওয়া হলো। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে একজন কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জো বাইডেন নির্বাচিত হওয়ার পর থেকে ৪৪ বছর বয়সি পিয়েররে তার প্রশাসনের মুখ্য উপপ্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন। আগামী সপ্তাহের শেষ দিকে তিনি ৪৩ বছর বয়সি বর্তমান প্রেস সচিব জেন সাকির স্থলাভিষিক্ত হবেন। খবর বিবিসির।

প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি ছাড়াও জিন-পিয়ের আরও একটি ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ পদে যোগ দিতে যাওয়া প্রকাশ্যে সমকামী আন্দোলনের সঙ্গে জড়িত প্রথম নারীও হতে যাচ্ছেন জিন-পিয়ের।

বাইডেন বিবৃতিতে জিন-পিয়েরের ‘অভিজ্ঞতা, প্রতিভা এবং সততার’ প্রশংসা করে বলেছেন, জিন-পিয়েরের নিয়োগের ঘোষণা দিয়ে তিনি ‘গর্বিত’।
প্রেস সেক্রেটারি হিসেবে জিন-পিয়েরের নাম ঘোষণার পর জেন সাকি টুইটারে জানান, তিনি হবেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম প্রকাশ্যে সহকামী আন্দোলনে জড়িত ব্যক্তি যিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করবেন।

৪৪ বছর বয়সী জিন-পিয়ের হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনে যোগ দেওয়ার আগে ২০০৮ এবং ২০১২ সালে সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার প্রচারাভিযানে অংশ নেন। ২০২০ সালের নির্বাচনে বাইডেনের প্রচারাভিযানে কাজ করেছিলেন তিনি।
নিউইয়র্কে বেড়ে ওঠা, ফরাসি-ভাষী জিন-পিয়েরের জন্ম মার্টিনিতে। তার মা-বাবা হাইতির নাগরিক। মা-বাবা যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন। সেখানে তার বাবা ট্যাক্সি চালাতেন এবং তার মা একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ