বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদের দিনে ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভিংয়ে সিরাজগঞ্জের তাড়াশ, কামারখন্দ ও চৌহালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঈদের দিন মঙ্গলবার বিকেলে তাড়াশে, সকালে চৌহালীতে ও সোমবার রাতে কামারখন্দে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে মেহেদী হাসান (১৭), মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৪), কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শ্রাবন্তী (৪) ও চৌহালিতে নানা বাড়িতে বেড়াতে আসা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মো. সজিবের ছেলে মো. ফারহান (৫)। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মেহেদী নামের এক তরুণ বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে গুল্টা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তর পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয়।
অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক লুৎফর রহমান জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি ৭নং ব্রীজ এলাকায় বেপরোয়া গতির একটি মোটর সাইকেল চাপায় শাকিল নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানান, শিশু ফারহান চৌহালীতে বাবা-মার সঙ্গে নানার বাড়িতে ঈদ উদযাপন করতে এসেছিল। দুপুরে দোকানে কোমলপানিয় কিনে রাস্তা পারাপারের সময় ইজিবাইক ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশুরটির মৃত্যু হয়।
অপরদিকে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, সোমবার সন্ধ্যায় কামারখন্দ- উল্লাপাড়া সড়কের শাহবাজ পুর গ্রামে দৌঁড়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় শিশু শ্রাবন্তী। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে মারা যায় শিশু শ্রাবন্তী। শ্রাবন্তী শাহবাজপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।