বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর ডিমলা উপজেলায় পানিতে ডুবে ২ শিশু ও ইজিবাইকের ধাক্কায় এক শিশু সহ তিন শিশু নিহত হয়েছে।
ঈদের দিন দুপুরে ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের ফজলুল ইসলামের দেড় বছরের ছেলে ফাহিম এবং পাথরকুড়া গ্রামের মিঠু ইসলামের তিন বছরের মেয়ে মাসুমা আকতার পানিতে ডুবে মারা গেছে। দুপুরের দিকে তারা নিজ নিজ বাড়িতে খেলা করার সময় বাড়ীর সংলঘœ পুকুরে পড়ে ডুবে যায়। অপর দিকে ঈদের দিন মঙ্গলবার (৩ মে) সন্ধ্যার দিকে মা এর সাথে আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে নিজবাড়ি ফিরার পথে ডিমলা উপজেলার রামডাঙ্গা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় সুমাইয়া (৪) নামের শিশু ইজিবাইয়ের ধাক্কায় আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মারা যায়। শিশুটি ডোমার উপজেলার পাঙ্গামটকপুর এলাকার সোলেমান মিয়ার মেয়ে বলে জানা গেছে।
ডিমলা থানার ওসি লাইছুর রহমান পৃথক এই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান পরিবারগুলোর পক্ষে কোন অভিযোগ না থাকায় তিন শিশুর মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।