মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনার ডাক দিয়েছেন তিনি। ডেনমার্ক সফরে গিয়ে মঙ্গলবার (৩ মে) এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মোদি।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই জানিয়ে ভারতের এ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান জানাচ্ছি। বিশেষ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো প্রয়োজন বলে মনে করি। যদিও এতদিন ইউক্রেন ইস্যুতে পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য করেনি ভারত। এমনকি জাতিসংঘের কোনো প্রস্তাবেই সাড়া দেয়নি দিল্লি।
ভারতীয় গণমাধ্যম বলছে, বর্তমানে বিশেষ সফরে ইউরোপে রয়েছেন মোদি। তিনটি দেশ সফরের কথা রয়েছে তার। প্রথম দিন জার্মান সফর করেন তিনি। পরে যান ডেনমার্কে। সেখানে বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। বৈঠক করেন বাণিজ্যিক সম্পর্ক, নিরাপত্তা, জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে। ডেনমার্ক থেকে আজ বুধবার ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে মোদির। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের সাথে সাক্ষাৎ করবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।