Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্কিট হাউসে মন্ত্রীকে ইঁদুরের কামড়, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২২, ৩:২৪ পিএম

ইঁদুরের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী গিরীশ চন্দ্র যাদব। রাজ্যের বান্দা জেলা সফরে গিয়ে এমন ঘটনার শিকার হলেন মন্ত্রী। সোমবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে জেলা সফরে বেরিয়েছিলেন গিরীশ চন্দ্র। সেখানকার সার্বিক অবস্থা সরেজমিনে দেখতে বেরিয়ে অবস্থান করছিলেন একটি সার্কিট হাউসে। কিন্তু, সেখানে ‘ইঁদুর বা ছুঁচোর কামড়’ খেতে হলো ওই মন্ত্রীকে। পরে তাঁকে জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, পরীক্ষা করে মন্ত্রীর ডান হাতের আঙুলে ইঁদুর বা ছুঁচোর কামড়ের দাগ দেখা যায়। সার্কিট হাউসটি জঙ্গলের কাছে হওয়ার ফলে মন্ত্রী ভয় পেয়েছিলেন, কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিয়েছে কিনা! তবে তিনি বিপদমুক্ত, ভালো আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাম্প্রতিক নির্দেশনা মেনেই বান্দা সফরে গিয়েছিলেন গিরীশ। তৃণমূল পর্যায়ে সরকারি কাজকর্ম কেমন চলছে, সে ব্যাপারে খোঁজ-খবর নিতেই মূলত মন্ত্রীদের জেলায় জেলায় যাওয়ার নির্দেশ দেন যোগী। এছাড়া সফর থেকে ফিরে তাদের মূল্যায়নও দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।
তিনি আরও বলেন, পরীক্ষা করে মন্ত্রীর ডান হাতের আঙুলে ইঁদুর বা ছুঁচোর কামড়ের দাগ দেখা যায়। সার্কিট হাউসটি জঙ্গলের কাছে হওয়ার ফলে মন্ত্রী ভয় পেয়েছিলেন, কোনও বিষাক্ত পোকামাকড় কামড় দিয়েছে কি না! তবে, তিনি বিপদমুক্ত ও ভালো আছেন। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ