বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিখোঁজ টমটম চালক আবু ছৈয়দ (১৮) এর লাশ পাওয়া গেছে। সে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ৫ নং ওয়ার্ড,পানেরছড়া পশ্চিম শিয়া পাড়ার আবদুল খালেকের পুত্র।
বেশ কয়েকদিন আগে সে নিখোঁজ হয়। আজ রবিবার দক্ষিণ মিঠাছড়ি চেইন্দা রওশনআলী রাস্তা সংলগ্ন রেল লাইনের পাশে ধান ক্ষেতে তার গলা কাটা লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে গত শুক্রবার দিবাগত রাতে গলা কেটে করে হত্যা করে সেখানে তার লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। বর্তমানে লাশে পচন ধরেছে।
রামু থানার একদল পুলিশ সকালে লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ৮নং ওয়ার্ড মেম্বার ও ৫ নং ওয়ার্ডের মেম্বার জাফর আলম এবং মোঃরাজা মিয়া ও সেখানে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, তার পড়ে থাকা লাশ দেখে রামু থানায় খবর দেওয়া হয়। ছেলেটি টমটম ড্রাইভার। সে বেশ কয়েকদিন আগে একটি নতুন টমটম ক্রয় করেছিল। ধারনা করা হচ্ছে, উক্ত টমটম ছিনতাই করতে গিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
উল্লেখ্য বিগত ৬ মাস পূর্বে চেইন্দা চরপাড়া সাদ্দামের পুত্র আরিফ (২০)কেও মিঠাছড়ির সমিতি পাড়া রাস্তার মাথায় টমটম ছিনতাইকারীরা হত্যা করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।