Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গণতন্ত্র-মানবাধিকার ফেরাতে আন্দোলনের বিকল্প নেই: এমরান সালেহ প্রিন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ৭:৫০ পিএম

বাংলাদেশের গুম হওয়া গণতন্ত্র, মানবাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, নিশিরাতে ভোট ডাকাতি করে জনগণের কাধে চেপে বসা সরকার দেশের সব অর্জনকে ধূলিসাৎ করে দিচ্ছে। শনিবার (৩০ এপ্রিল) ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রাষ্ট্রের সকল স্তম্ভে কুঠারাঘাত করে নিজেদের অনৈতিক-অবৈধ শাসন নির্বিঘœ করতে রাষ্ট্রকেই দূর্বল-ভঙ্গুর করেছে। এই রাষ্ট্রঘাতি সরকারকে সরাতে মরণপণ সংগ্রামে অবতীর্ণ হতে হবে। তিনি বলেন, ব্যার্থ,দূর্নীতিবাজ, লুটেরা সরকারের পতন ঘটিয়ে দুঃশাসনের অবসান ঘটানো অত্যাবশকীয় কাজে পরিনত হয়েছে। দূর্নীতি আওয়ামী লীগের ঘরে ঘরে। তারা উন্নয়নের নামে দূর্নীতি লুটপাট করে, বিদেশে অর্থ পাচার করে- জনগণের সম্পদ লুট করছে, দেশ-বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ছে। প্রিন্স বলেন, যে কোনও সময় চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। তাই সকলকে পাড়া,মহল্লা,গ্রাম,গঞ্জে ইস্পাত কঠিন ঐক্যে ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে, জনগণকে প্রস্তুত, সচেতন করতে হবে।

ময়মনসিংহ ইতিকথা কমিউনিটি সেন্টারে জেলা যুবদলের সভাপতি রোকোনুজ্জামান সরকারেরর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড.দিদারুল ইসলাম রাজুর সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা,এড,এম এ হান্নান খান,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা এড.আবু রেজা ফজলুল হক বাবলু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল হক মোহন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর জেলা যুব দলের সভাপতি শামসুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা, উপজেলা বিএনপি ও যুবদলসহ অন্যান্য সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন।

নিহত,আহতদের পরিবারকে ঈদ উপহার প্রদান: নিহত,আহতদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার প্রদান করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে ময়মনসিংহ জেলা বিএনপির কার্যালয়ে গফরগাঁও এর বিএনপি নেতা আতিকুল ইসলাম বাবুল, মোঃ সাইফুল্লাহকে এবং শহীদ সিরাজুল হকের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার ও ঈদ শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকেও পৃথক ভাবে ক্ষতিগ্রস্তদেরকে ঈদ উপহার প্রদান করা হয়। এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আখতারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা হাফেজ আজিজুল হক, গফরগাঁও পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, জেলা যুবদলের সভাপতি রোকোনুজ্জামান সরকার,সাধারণ সম্পাদক এড.দিদারুল ইসলাম রাজু,মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলসহ জেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমরান সালেহ প্রিন্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ