Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর সামনে তরুণীর আর্তনাদ মানুষের বোবা কান্নার প্রতিধ্বনি: এমরান সালেহ প্রিন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ৫:০৫ পিএম

পদ্মা সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সামনে তরুনীর আর্তনাদ আওয়ামী দুঃশাসনে অর্ধাহারে-অনাহারে থাকা কোটি কোটি মানুষের বোবা কান্নার প্রতিধ্বনি ও মানুষের মানবেতর জীবন-যাপনের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তরুণীটির আর্তনাদ, সরকারের আত্ম অহমিকাকে মিথ্যা প্রমাণ করেছে।

সোমবার (২৭ জুন) ধোবাউড়ায় বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ ও উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নে পাহাড়ি ঢলে প্লাবিত এলাকা পরিদর্শন ও পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এদিন প্রিন্স ধোবাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে এবং পুরাকান্দুলিয়া ইউনিয়নের হরিনধরা, কালীনগর, টিকুরিয়ায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী দুঃশাসনে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে, জনজীবনে নাভিশ্বাস উঠেছে। ঘরে ঘরে আজ মানুষের বোবা কান্না। দুর্গত এলাকায় ত্রাণের জন্য আহাজারি, কিন্তু আওয়ামী লীগ ব্যস্ত সেতু উদ্বোধনের নামে উৎসব নিয়ে মাতামাতিতে। সেতু উদ্বোধনে ৯ কোটি টাকার টয়লেট আর জেলায় জেলায় কোটি কোটি টাকা বরাদ্দ করলেও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বন্যার্ত মানুষের জন্য বরাদ্দ মাথা পিছু ৬ টাকা। তাও কোনও জায়গায় বন্যার্ত মানুষ পাচ্ছে না। তাদের বরাদ্দ খাতায় থাকতে পারে, বিতরণে নেই।

বিএনপি দুর্দশাগ্রস্ত মানুষকে সাধ্যমত মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন নেতাকর্মী ও আগ্রহী জনগণের কাছ থেকে সহায়তা নিয়ে দুর্গত মানুষের কাছে তা পৌছে দিচ্ছে। দুঃশাসন, দুর্যোগ, দুর্ভোগ, দুর্বিপাকে, বিএনপি থাকে জনগণের পাশে।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি মফিজ উদ্দিন, উত্তর জেলার সদস্য প্রফেসর জিএম আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর আজহারুল হক, আবুল হাশিম, খলিলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, সোলায়মান সরকার, ওয়াহেদ তালুকদার, যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস, বিএনপি নেতা গাজিউর রহমান, জুয়েল খান, আবদুল মতিন, রফিকুল ইসলাম, আবদুস শহিদ, মাহমুদুল হাসান সোহাগ, মমতাজ হোসেন, আবু তাহের, সিরাজুল সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, নয়ন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ধোবাউড়া উপজেলা আহŸায়ক ইমরান হোসেন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহŸায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল হক পলাশ, কলেজ ছাত্রদলের আহŸায়ক সারোয়ার হোসেন, তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ্, পুরাকান্দুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন, নয়ন মিয়া, শ্রমিক দল নেতা ওবায়দুল ফকির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমরান সালেহ প্রিন্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ