Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে: প্রিন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪৪ পিএম

বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ১/১১ সরকার ক্ষমতা নেয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কারারুদ্ধ করে। তিনি বলেন, ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে ফিরিয়ে এনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করবে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহের ধোবাউড়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ধোবাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএইচ ইমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি মফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফরহাদ রাব্বানী সুমন, আবুল কাশেম ডলার, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাছম আলী, শ্রমিক দল নেতা সেকান্দর আলী, যুবদল নেতা ফরহাদ আল রাজি, মাসুদ চৌধুরী, ধোবাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম রহিম, শওকত আল হাসান, মিজানুর রহমান মানিক, সজল তালুকদার, সদস্য ফারুক, নয়ন, মাসুদ, আজিজুল হক, নয়ন মিয়া, মোফাজ্জল হোসেন, মোবারক, জোবায়ের, সেচ্ছাসেবক দল নেতা সাইফুল, ইসলাম, সাজাহারুল, ধোবাউড়া উপজেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব রুবেল মিয়া, সদস্য জসিম উদ্দিন, ওলামাদল নেতা সাত্তার মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, ধোবাউড়া কলেজ ছাত্র দলের আহ্বায়ক সারোয়ার হোসেন, ওলামা দল নেতা মওলানা আব্দুস সাত্তার।


অসুস্থ নেতাদের পাশে

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ধোবাউড়া উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আজহারুল হক ও সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটনকে দেখতে ধোবাউড়ায় তাদের বাড়িতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আজহারুল হক সম্প্রতি করোনামুক্ত হয়েছেন এবং লিটন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ