বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শহীদ জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নিলে, দেশের জনগণ সরকারের গদি কেড়ে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। রবিবার দুপুর সোয়া বারোটায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ কেড়ে নেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নিলে সরকারের গদি কেড়ে নেবে দেশের জনগণ। অচিরেই সরকারের পতন অবশ্যম্ভাবী। ইনশাআল্লাহ এ বছরই গণতন্ত্রের সূর্য উদিত হবে। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান দেশের জনগণ জানেন। তিনি মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। একজন সম্মুখ সমরের বীর মুক্তিযোদ্ধা। এই মহান নেতার খেতাব কেড়ে নিয়ে মুক্তিযোদ্ধের ইতিহাস রচনা হবে না। দেশের জনগন সরকারের এ ষড়যন্ত্রে প্রতিবাদমূখর হয়ে উঠেছে। রাজপথেই এর কঠোর জাবাব দেয়া হবে।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, ডা: রানা, শুকুর মাহমুদ ববি, বিএনপি নেতা হেলাল আহম্মেদ, দক্ষিন জেলা যুবদল সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন, সাধারন সম্পাদক দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমীন খসরু, সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তাপস সরকার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদ রানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।