Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বাসচাপায় হাটহাজারীতে ২জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১১:৩৭ এএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকায় বাসচাপায় দুই জন নিহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। নিহত দুজন হলেন— ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশ ও রিকশাচালক আবদুল কাদের।

পুলিশ কর্মকর্তা ওমর ফারুক বলেন, সকাল সাড়ে ৬টার দিকে রিকশা নিয়ে নাজিরহাট থেকে মাছ নিয়ে সরকারহাটের দিকে যাচ্ছিলেন তারা। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুই জনই গরিব মানুষ। একজন মাছ বিক্রি করে সংসার চালাত, অন্যজন রিকশা চালিয়ে সংসার চালাত। তিনি বলেন, বাসটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। বাসটি শনাক্ত করা যায়নি, শনাক্তের কাজ চলছে। বাসের চালককে আইনের আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ