মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের রাজধানী কিয়েভে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের অবস্থানে খুব নিকটে রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হামলার বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘের একজন মুখপাত্র।
জাতিসংঘের মুখপাত্র স্যাভিয়ানো আব্রেউ বলেন, ‘‘গুতেরেস এবং তার দল বৃহস্পতিবার মধ্য কিয়েভ সফর করার সময় খুব কাছেই রুশ হামলার ঘটনা ঘটেছে। সবাই নিরাপদ থাকলে এ ঘটনা খুবই ‘মর্মাহত’ হয়েছেন সফরকারীদল।’’
তিনি আরও বলেন, ‘‘এটি একটি যুদ্ধ ক্ষেত্র, কিন্তু বিষয়টি খুবই মর্মান্তিক যে এটি আমাদের কাছাকাছি ঘটেছে।’’ খবর আলজাজিরা।
গুতেরেসের সফরস্থলের নিকট রুশ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, ‘‘আজ, কিয়েভে আমাদের আলোচনা শেষ হওয়ার পরপরই, পাঁচটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র শহরে আঘাত হানে। এবং এটি অনেক কিছুর ইঙ্গিত দেয়... স্পষ্টতই এটি জাতিসংঘকে অবমাননা করার জন্য রাশিয়ান নেতৃত্বের প্রচেষ্টা।’’
হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি এ ঘটনার একটি ‘অনুরূপ শক্তিশালী প্রতিক্রিয়া’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।