Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ৬:০১ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডব ও শিলা বৃষ্টিতে ঘরবাড়িসহ ফসলের ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ১৫ ইউনিয়নসহ পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া ঘন্টাব্যাপী কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বাড়ি ঘর, গাছপালাসহ পাঁকা ও আধাপাঁকা বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়। শিলা বৃষ্টি হওয়ায় পাকাঁ ধান ঝড়ে পড়ে এবং ধানের গাছ নুয়ে পড়ায় কৃষকের মাথায় যেনো বাজ পড়েছে। এছাড়াও নিচু এলাকার অধিকাংশ ধানক্ষেত আংশিক ডুবে যাওয়াসহ সবজি ক্ষেত, আমের কুড়ি, ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারাপুর ইউনিয়নের উত্তর তারাপুর গ্রামের কৃষক তারেকুল ইসলাম জানান, আমার জমির পাঁকা ধান শিলাবৃষ্টিতে পড়ে গেছে। এদিকে ঝড়ো হাওয়ায় উপজেলার সোনারায়, তারাপুর, বেলকা, দহবন্দসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙ্গে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে কাঁচা ঘর বাড়ি। দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, কাল বৈশাখী ঝড়ে ও শিলা বৃষ্টিতে তার ইউনিয়নে ইরি ধানক্ষেতের ক্ষতি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, কালবৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে ৪/৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৫/২০ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির জানান, ঝড়ো হাওয়ায় প্রায় ২০/২৫ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতি হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ