রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারের বিভিন্ন এলাকায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় ভারি বর্ষণ এবং সেই সঙ্গে শিলা বৃষ্টিতে বোরো ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এই সময় কাজ করতে গিয়ে মোমিনুল ইসলাম (৩৫) নামক গোপালদী পল্লী বিদ্যুতের এক লাইন ম্যান নিহত হয়েছে। তার বাড়ী পঞ্চগর এলাকায়। গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাজী এমদাদুল হক জানান, ঝড়ের সময় গোপালদী পল্লী বিদ্যুতের আওতাধীণ মোল্লার চর এলাকায় সাবস্টেশনে কাজ করছিল কয়েকজন লাইন ম্যান । হঠাৎ ঝড় শুরু হলে কিছু বুঝে উঠার আগেই মোমেন বিদ্যুতের তাড়ে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মূত্যু বরন করেন। সে ৪ বছর ধরে গোপালদী পল্লী বিদ্যুতের অফিসে কাজ করছিল। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় শিলা বৃস্টি ও ঝড়ে বোরো ধানের বেশ ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ক্ষতি সাধিত হয়েছে তরবারী, গম, ভুট্টা, কাউন ইত্যাদী ফসলের। শিলা বৃষ্টির কারণে এলাকার আমের মুকুল ও গুটি ঝরে যায়। এলাকাবাসি বলছেন, এবার অন্যান্য বছরের তুলনায় আমের মুকুল ও গুটি অনেক বেশী দেখা গেছে। কিন্তু প্রায় ৩০ মিনিটের শিলা বৃষ্টিতে সব ঝরে পড়ে একাকার হয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।