Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় শিলা বৃষ্টি

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৮:১৯ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি সহ ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। পবিত্র জুমা নামাজ শেষ হওয়ার পরপরই হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়েছে।

কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ও চাঁদপুর ইউনিয়নে ব্যাপক শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
দীর্ঘ দিন পর বৃষ্টি হওয়ায় গ্রামের মানুষের মাঝে স্বস্তি দেখা দেয়।বর্তমানে চলছে ইরি- বোরো মৌসুম। আম ও লিচু গাছে ধরেছে মুকুলে। শাকসবজি চাষ করেছে এলাকার কৃষক। এসব ফল ফসলের জন্যে হালকা বৃষ্টির প্রয়োজন ছিল বলে গ্রামের কৃষকগণ জানান। শুষ্ক মৌসুমে রাস্তা -ঘাট ধূলো - বালিতে জনগণের যেন নাভিশ্বাস উঠেছিল। বৃষ্টিতে কিছু দিনের জন্যে হলেও রাস্তা - ঘাট ধুলো - বালি মুক্ত থাকবে মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ