পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পঞ্চগড় জেলা সংবাদাতা : পঞ্চগড়ে ঝড় ও শিলা বৃষ্টিতে পঞ্চগড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। ঝড়ে জেলার বিভিন্ন এলাকার গাছপালা ভেঙে রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ লাইনের মারাত্মক ক্ষতি হয়েছে। এদিকে ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধান, পাট, ভুট্টা, মরিচ, আম, লিচু, কাঁঠাল, তিল ও টমেটোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ঝাকুয়াখালী এলাকার আব্দুস সামাদ বলেন, তার এক একর জমির পাট নষ্ট হয়ে গেছে। এছাড়া জেলা শহরের উত্তর জালাসীপাড়া এলাকার খতিবর রহমনের প্রায় দুই একর জমির পাকা ধান ঝড়ে গেছে। শুধু গাছগুলো দাঁড়িয়ে আছে। সকালে ধান ক্ষেতের এ অবস্থা দেখে তিনি জ্ঞান হারান বলে জানা যায়। একই এলাকার সুজন আলীর দেড় একর ক্ষেতের তিল, পঞ্চগড় ইউনিয়নের মোলানীপাড়া এলাকার জুলহাসের এক একর ভুট্টাক্ষেত নষ্ট হয়ে গেছে। পঞ্চগড় ইউনিয়নের ডুডুমারী এলাকার মফিজুল ইসলামের এক একর টমেটো ক্ষেতের টমেটো ঝড়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।