Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমদের বিরুদ্ধে আয়োজিত ধর্ম সংসদ বাতিলে বাধ্য হল উত্তরাখণ্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ৪:২৪ পিএম

উত্তরাখণ্ডের রুরকির ধর্ম সংসদ নিয়ে কঠোর মনোভাব জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার রাতে উত্তরাখণ্ড পুলিশ জানিয়ে দিয়েছে, রুরকিতে কোনও ধর্ম সংসদের অনুমতি দেয়া হবে না।

একটি দক্ষিণপন্থী সংগঠন ওই ধর্ম সংসদের আয়োজন করেছিল। আয়োজকদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে। রুরকিতে যেখানে ধর্ম সংসদ আয়োজনের কথা ছিল, সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। মঙ্গলবারই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, ধর্মসংসদে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা-ভাষণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সেখানে যাতে ঘৃণা-ভাষণ না দেয়া হয়, তা নিশ্চিত করতে ওই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর অন্যথা হলে উত্তরাখণ্ডের মুখ্যসচিব দায়ী থাকবেন বলেও সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট।

রুরকিতে বুধবার ধর্ম সংসদ হওয়ার কথা ছিল। সম্প্রতি হরিদ্বার-সহ দেশের বেশ কিছু জায়গায় ধর্ম সংসদ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানি ও বিদ্বেষমূলক ভাষণের অভিযোগ উঠেছে। চলতি মাসের শুরুতে হিমাচল প্রদেশেও ধর্ম সংসদে ঘৃণার ভাষণ দেয়া হয় বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই উত্তরাখণ্ড সরকারকে সতর্ক করে সুপ্রিম কোর্টে বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। আদালতের নির্দেশ, ঘৃণার ভাষণ রুখতে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তা হলফনামা দিতে জানাতে হবে। উত্তরাখণ্ড সরকারের আইনজীবীকে বিচারপতি খানউইলকর বলেছেন, ‘‘যদি কোনও ঘৃণার ভাষণ দেয়া হয়, তা হলে আপনাদের ব্যবস্থা নিতেই হবে… যে নির্দেশিকা রয়েছে, তা মেনেই পদক্ষেপ করতে হবে।’’

শীর্ষ আদালতে উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, কোন বক্তা কী বলবেন তা সে সম্পর্কে আগে থেকে অনুমান করা সম্ভব নয়। ফলে ঘৃণার ভাষণ রুখতে আগাম পদক্ষেপ করতে অসুবিধা রয়েছে। এর পরেই আদালত বলেছে, ‘‘আগের ধর্ম সংসদগুলির বক্তারাই যদি এখানেও থাকেন, তা হলে অবিলম্বে পদক্ষেপ করুন। আমাদের কিছু বলতে বাধ্য করবেন না।’’

এর পরেই পদক্ষেপ করে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। ধর্ম সংসদ বাতিলের সিদ্ধান্তের পরে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ। রুরকি এলাকার পদস্থ পুলিশ অফিসার যোগেশ রাওয়ত বলেন, ‘‘যেখানে ধর্ম সংসদ হওয়ার কথা ছিল, সেখানে ২০০ কনস্টেবল ও হেড কনস্টেবল, শতাধিক ইনস্পেক্টর ও সাব-ইনস্পেক্টর মোতায়েন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে শৈথিল্য দেখানোর প্রশ্ন নেই।’’ সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ