যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
যুক্তরাজ্যের ম্যানচেস্টার শাহজালাল মসজিদে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে ‘টেইস্ট রামাদান’ অনুষ্ঠিত ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদে মুসলিম-অমুসলিম সকল কমিউনিটির মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও পারস্পরিক দূরত্ব নিরসন এবং ইসলাম ধর্মের সৌন্দর্য্য ও মাধুর্য অন্য ধর্মের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হয় ভিন্নধর্মী কমিউনিটি ইফতার ইভেন্ট ‘টেইস্ট রামাদান’। গত রবিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত এ আয়োজনে অনেক নন-মুসলিম প্রতিবেশী, চার্চের প্রতিনিধি, লোকাল কাউন্সিলরগণ সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। মসজিদের ইমাম ও খতীব মাওলানা খায়রুল হুদা খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউকে পার্লামেন্টে শ্যাডো জাস্টিস মিনিস্টার ড. আফজাল খান এমপি, কাউন্সিলর রাবনাওয়াজ আকবর, কাউন্সিলর আহমদ আলী প্রমুখ। বক্তাগণ শাহজালাল মসজিদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এর মাধ্যমে বিভিন্ন কমিউনিটির দূরত্ব কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন রামাদান মাস ভাতৃত্ব-সৌহার্দ্য এবং সংযমের মাস। রামাদানের এই শিক্ষাকে মুসলিম অমুসলিম সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল ইংরেজি অনুবাদসহ কুরআন তিলাওত, মসজিদের ট্যুর, রামাদানের উপর একটি প্রেজেন্টেশন এবং ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব। হাফিয নাহিদ আহমদ এবং কারী বাবুদ্দীন আহমদ এর কুরআন তিলাওয়াত এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ আফিজ আলী, মালিক সওদাগর, মনসুর খান, আফিক মিয়া, আশরাফ আলী এমবিই, সাব্বির চৌধুরী, সৈয়দ তুফায়েল রহমান, হাফিজুর রহমান রিপন, জাহাঙ্গীর আহমদ, কামরান খান, জাকির মিয়া, সারওয়ার খান, ছিলিক উদ্দীন, কামরু মিয়া, রজিন চৌধুরী প্রমূখ। পরিশেষে ইফতারের সময়ে আগতদের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এবং অতিথিদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।