Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগতিতে দোকানে অগ্নিকাণ্ড: আহত ৪

রামগতি (লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৮:৩৭ পিএম | আপডেট : ৮:৩৭ পিএম, ২৬ এপ্রিল, ২০২২
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুরিয়া হাজীরহাট রাস্তার মাথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি মুদি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। ২৬ এপ্রিল (মঙ্গলবার) ইফতারের পূর্ব সময়ে সংগঠিত অগ্নিকাণ্ডে আগুন নেভানোর চেষ্টাকালে চারজন আহত হয়েছে। আহতরা হলেন- স্থানীয় মোঃ বেলালের ছেলে সাকিব,জবিয়ল হকের ছেলে সালাউদ্দিন,এরশাদের ছেলে সফিক এবং আবদুল হক বড় হুজুরের ছেলে মাহমুদুল হক। আহতের মধ্যে সালাউদ্দিন এর অবস্থা আশংকাজনক। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত শাহজাহানের মুদি দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা ফায়ার বিগ্রেড সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
 
উপজেলা ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অগ্নিকান্ডের আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ