Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির সফরের আগে জম্মুতে ‘গোলাগুলি’, নিরাপত্তা কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১:৫৯ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জম্মু-কাশ্মীর সফরের আগে জম্মুতে সেনা ছাউনির কাছে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন।

গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করছে জম্মু-কাশ্মীরের পুলিশ। তারা পাকিস্তানি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলে ধারণা করছে তারা। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোরের দিকে সুনজোয়ানের সেনা ছাউনির কাছে জালালাবাদে যৌথ অভিযান শুরু করে পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ ও সামরিক বাহিনী। এ সময় দিবাগত রাত পৌনে ৪টার দিকে রাত একটি বাড়ি থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এ সময় পাল্টা গুলিবর্ষণ করে পুলিশ ও সামরিক বাহিনী। গোলাগুলির এক পর্যায়ে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হন।

জম্মু-কাশ্মীর পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন। তাঁদের জম্মু’র একটি সরকারি মেডিকেলে ভর্তি করা হয়েছে।’ এ ঘটনায় দুই জঙ্গি নিহত হয়েছে বলে দাবি ওই পুলিশ কর্মকর্তা। তারা পাকিস্তানি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ