মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লিতে প্রকাশ্য দিবালোকে সন্তানের সামনে তার মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ঘাতক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে দিল্লির দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। -এনডিটিভি
স্থানীয় পুলিশের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দুপুরে সাগরপুর পুলিশ স্টেশনে ফোন আসে যে, এক নারীকে কোপানো হয়েছে। ফোন পাওয়ার পর দ্রুতই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সিসিটিভি ফুটেজের বরাতে পুলিশ আরও জানায়, ওই নারী তার সন্তানকে নিয়ে বাসায় যাওয়ার পথে ঘাতক দৌড়ে এসে ছুরিকাঘাত করে। দুপুর প্রায় ২টা ১০ মিনিট নাগাদ ঘটনা ঘটিয়ে ঘাতক পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘাতক ও ভিকটিম আগে পরস্পর প্রতিবেশী ছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। সে বিষয়ে তদন্ত চলছে। খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।