Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব খানকে নিয়ে নির্মাতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ৯:৫০ এএম | আপডেট : ১২:০৯ পিএম, ২১ এপ্রিল, ২০২২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। সিনেমাটি নির্মাণ করবেন শফিক হাসান। নাম রাখা হয়েছে ‘বিদ্রোহী নজরুল’। নির্মাতা জানিয়েছেন সিনেমাটিতে কবির জীবনের ১৪ বছর বয়স থেকে পরিণত বয়সের গল্প দেখানো হবে। নির্মাতা সূত্রে গণমাধ্যমে প্রকাশিত একাধিক খবরে জানা গেছে, এই সিনেমায় নজরুল ইসলামের ভূমিকায় থাকছেন শাকিব খান

অথচ সিনেমাটির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শাকিব খান। শুধু তাই নয়, এমন একটি চরিত্রের সঙ্গে তার নাম জুড়ে খবর প্রকাশ হওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, ‘এসবের কিছুই জানি না। আমার সঙ্গে এ বিষয়ে কেউ কোনো কথা বলেনি।’

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে শাকিব খানকে মিলিয়ে একটি ‘বিকৃত’ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, শাকিব খানের চোখে চশমা, মাথায় টুপি আর লম্বা চুলে ফুটিয়ে তোলা হয়েছে নজরুলের অবয়ব! বিষয়টি তুমুল সমালোচনার জন্ম দেয়।

শাকিব খান আরো বলেন, ‘কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করতে পারা বড় অর্জন। তবে হুটহাট তাকে নিয়ে ছবি বানানোর ফেক ঘোষণা কাম্য না। বিষয়টি নিয়ে যা হচ্ছে তা অতিরঞ্জিত।’

এ বিষয়ে নির্মাতা শফিক হাসান গণমাধ্যমকে জানান, ‘আমেরিকা যাওয়ার আগে শাকিব খানের সঙ্গে আমার কথা হয়েছিল। তখন তিনি সম্মতি দিয়েছেন। আমেরিকা যাওয়ার পরে এ নিয়ে আর কথা হয়নি। আজও কথা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে এর আগে শাকিব খানকে নিয়ে ‘ধূমকেতু’ সিনেমা বানিয়েছিলেন শফিক হাসান। 'বিদ্রোহী নজরুল' করা হলে দীর্ঘ ছয় বছর পর আবার শাকিবকে নিয়ে সিনেমা বানানো হবে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ