নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছে তিন দফা বিরতি। এখন চলছে লিগের মধ্যবর্তী দলবদল। এই দলবদল বৃহস্পতিবার শেষ হয়ে আগামী রোববার থেকে শুরু হবে বিপিএলের দ্বিতীয় লেগের খেলা। দ্বিতীয় লেগের উদ্বোধনী দিন রাজশাহী ভেন্যুতে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এদিন গোপালগঞ্জ ভেন্যুতে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি বুধবার দ্বিতীয় লেগের সূচী প্রকাশ করেছে। সূচী অনুযায়ী লিগের দ্বিতীয় লেগে তিন দফায় প্রায় এক মাসের বিরতি থাকছে। ঈদের আগে দ্বিতীয় লেগের দুই রাউন্ড খেলা হবে। ঈদের পর ফের ৭ মে শুরু হবে লিগের খেলা। এই দফায় ১৩ মে পর্যন্ত আরো দুই রাউন্ড চলবে। এরপর এএফসি কাপ ও জাতীয় দলের এশিয়া কাপ বাছাইয়ের জন্য এক মাস স্থগিত থাকবে বিপিএলের খেলা। আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত কলকাতায় এএফসি কাপের ‘ডি’ গ্রুপে খেলবে বসুন্ধরা কিংস। এএফসি কাপ খেলার সময় জাতীয় দলের ক্যাম্প চলবে। জুনের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় এশিয়া কাপের বাছাই পর্ব। জাতীয় দল সেই বাছাই পর্বে খেলে আসার পর ২০ জুন থেকে লিগ ফের শুরু হবে। চলবে টানা ৭ জুলাই পর্যন্ত। এরপর ঈদুল আযহার জন্য বিরতি থাকবে এক সপ্তাহ। ১৪ জুলাই পুনরায় শুরু হয়ে ২৭ জুলাই শেষ হবে বিপিএলের এবারের আসরের খেলা। প্রথম লেগ শেষে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে আছে ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে অবনমন শংকায় রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। স্বাধীনতা ৬ পয়েন্ট নিয়ে তালিকায় সবার শেষে থাকলেও ৭ পয়েন্ট পেয়ে এগারোতম স্থানে আছে মুক্তিযোদ্ধা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।