Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মেসিকে আজ পাচ্ছে না পিএসজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১:৪০ পিএম

আজ জিতলেই শিরোপা নিশ্চিত! অঁজির বিপক্ষে এমন কঠিন গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না পিএসজি। এক বিবৃতিতে মঙ্গলবার ফরাসি ক্লাবটি জানায়, গোড়ালির পেছনের জয়েন্টে ব্যথার কারণে বুধবারের ম্যাচটি খেলতে পারবেন না আর্জেন্টাইন সুপারস্টার। ‘মেসি তার বাম অ্যাকিলিস টেন্ডনে ব্যথার চিকিৎসা নিচ্ছেন। ৪৮ ঘণ্টা পর তার অবস্থা ফের পর্যবেক্ষণ করা হবে।’

গত রোববার মার্সেইকে ২-১ গোলে হারিয়ে শিরোপার খুব কাছে নেইমার-এমবাপে-রামোসরা। আজ বুধবার রাতে মাঠে নামবে টেবিলের দুইয়ে থাকা মার্সেইও। নঁতের বিপক্ষে এই ম্যাচে যদি পয়েন্ট হারায় মার্সেই। জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির। মার্সেই জিতলে মাওরিসিও পচেত্তিনোর দলের অপেক্ষা বাড়বে।

৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে দুইয়ে থাকা মার্সেইয়ের পয়েন্ট ৫৯। অর্থাৎ ছয় রাউন্ড বাকি থাকতে ১৫ পয়েন্ট এগিয়ে আছে প্যারিসের দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ