Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের মিষ্টির প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১০:৪৮ এএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বাংলাদেশের মিষ্টির দারুণ প্রশংসা উঠে এলো। বাংলাদেশের মিষ্টির প্রতি তিনি যে অনুরাগী, তা রাখঢাক না করেই জানালেন।

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মিষ্টির প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল মঙ্গলবার বিকেলে মমতার আমন্ত্রণে সল্টলেকের বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। সেখানে ছিলেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রমুখ।

সৌজন্য সাক্ষাতের আগে পরিচয়-পর্ব চলাকালীন আন্দালিব ইলিয়াসকে উদ্দেশ করে মমতা বলেন, ‘আগের উপ-হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ ভালো ছিল। আপনি নতুন এসেছেন, আপনার সঙ্গে আজই প্রথম দেখা হলো।’

মমতা আরও বলেন, ‘শেখ হাসিনা এত মিষ্টি পাঠিয়েছেন, তার মধ্যে হলুদ মিষ্টিটা এত ভালো... আমি অনেক লোককেই ওই মিষ্টিটা পাঠিয়েছি, তারা খেয়ে খুব খুশি। সবাই বলেছে, এর স্বাদ একটু অন্যরকম। ওই দোকানটা খুব প্রিয়। আমি দেখেছি যে, বাংলাদেশ সবসময় ওই মিষ্টিটাই প্রেফার করে।’

প্রত্যুত্তরে আন্দালিব ইলিয়াস বলেন, ‘ওটা গোপালগঞ্জের মিষ্টি। ভোরে বানিয়ে দিনে দিনেই সেটা পাঠানো হয়েছে।’

বাণিজ্যমন্ত্রীর কাছে মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ খবর নিলে টিপু মুনশি বলেন, ‘হ্যাঁ, উনি ভালো আছেন।’ এরপর মমতারও শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জানতে চান ‘আপনি কেমন আছেন?’ মমতা বলেন, ‘চলে যাচ্ছে।’

বুধবার থেকে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হতে চলেছে দুই দিনব্যাপী ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন’। ওই সম্মেলনে যোগ দিতেই মঙ্গলবার সকালের দিকে কলকাতায় আসেন টিপু মুনশি। আর, মমতার আমন্ত্রণেই এদিন বিকেলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন টিপু মুনশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ