Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ‘মোহামেডানের’ সাকিব মাশরাফির রূপগঞ্জে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সাকিবের এখনকার ক্লাব মোহামেডান তাঁকে খেলার অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে। সাকিবকে নিয়ে মোহামেডানের তিনজন খেলোয়াড় সুপার লিগের আগে ক্লাব ছেড়ে গেলেন। এর আগে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ যোগ দিয়েছেন টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। মোহামেডানের কর্মকর্তা এ সাব্বির বিকাশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাকিব নিজেই রূপগঞ্জে খেলার ব্যাপারে অনুমতি চেয়েছেন তাঁদের, ‘আমাদের সঙ্গে যোগাযোগ করেছে রূপগঞ্জ না, সাকিব আল হাসান। সে বলেছে, “যেহেতু খেলার মধ্যে থাকতে চেয়েছিলাম, মোহামেডান সুপার লিগে ওঠেনি, অন্য একটা দলের হয়ে খেলতে চাই।” এরপরই বলেছে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবে।’
এর আগে পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলেই চলে এসেছিলেন সাকিব, এখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। অবশ্য সাকিবের খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) অনুমোদন প্রয়োজন হবে। তবে প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী, মোহামেডান সুপার উঠতে ব্যর্থ হওয়ায় লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলা সাকিবের সুপার লিগে অন্য ক্লাবের হয়ে খেলতে বাধা নেই। সাকিবের রূপগঞ্জে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন ক্লাবটির কর্ণধার বর্তমানে দেশের বাইরে থাকা লুৎফর রহমানও।
তবে মোহামেডান সাকিবকে ধরে রাখবে না, জানিয়েছেন সাব্বির, ‘কোন ক্লাবে খেলবে সেটা তাৎপর্যপূর্ণ নয়। খেলার জন্য আমাদের কাছে যে অনাপত্তিপত্র চেয়েছে, আমরা দিয়েছি। আমরা তাঁকে শুভকামনা জানাই। ক্লাবের সিদ্ধান্ত, আমরা সাকিব আল হাসানকে ছেড়ে দেব। যদি সিসিডিএম এবং বিসিবি অনুমোদন দেয়, তাহলে খেলবে।’ সাকিব গত মৌসুমেও মোহামেডানেই ছিলেন। পরের মৌসুমেও তাঁকে ধরে রাখবে ক্লাবটি, এমন জানিয়েছেন সাব্বির, ‘আমরা তাকে পরের বছরের জন্য ধরে রাখছি। শ্রীলঙ্কা সিরিজের আগে চারটা ম্যাচ আছে, খেলতে চাই। ক্রিকেট, সাকিব ও ইতিবাচকতার স্বার্থে এটা ভালো একটা দিক। ঢাকা প্রিমিয়ার লিগের “গø্যামার” বাড়বে এতে আরও।’
লিগ শুরুর আগে বেশ ঢাকঢোল পিটিয়েই জাতীয় দলের বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছিল মোহামেডান। সাকিব, মুশফিক, মিরাজ ছাড়াও ছিলেন তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ। একমাত্র মাহমুদউল্লাহই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ৭টি ম্যাচ খেলেছেন। আগেভাগে চোট নিয়ে ফেরা তাসকিনকে পায়নি ক্লাবটি। ২০১৭-১৮ মৌসুমের পর এই প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগের পরের রাউন্ডে যেতে পারেনি মোহামেডান। জাতীয় দলের ক্রিকেটারদের না পাওয়াটা তাদের জন্য কিছুটা হলেও ক্ষতি করেছে, স্বীকার করেছেন সাব্বির। তবে বলেছেন, ‘বড় বড় খেলোয়াড়দের সুপার লিগে খেলতে ছেড়ে দেওয়াতেই প্রমাণ করে, এ ক্লাব কত বড়। আমরা আইনি দিক দিয়ে চাইলে তাদের আটকাতে পারতাম। সেটি করিনি আমরা।’
প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী যদি কোনো খেলোয়াড় যদি দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে, সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় অন্য দলের হয়ে খেলতে পারবে। সেই নিয়মের সুবিধাই নিচ্ছেন সাকিব। তবে এখনও এ বপারে সিসিডিএমকে অবহিত করা হয়নি বলেই জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী, ‘কোনো ক্রিকেটারের এভাবে দল বদলের ক্ষেত্রে তিনটি বিষয়ের দরকার পড়ে। প্রথমত, মোহামেডানকে অনাপত্তিপত্র দিতে হবে। দ্বিতীয়ত, সাকিবের সম্মতিপত্র লাগবে। আর সবশেষে, লিজেন্ডস অব রূপগঞ্জকে দিতে হবে একটি স্বীকৃতিপত্র যে সাকিব তাদের হয়ে খেলবে। এগুলো সিসিডিএমে এসে পৌঁছালে যাচাই-বাছাই করে অনুমতি দেওয়া হবে। তবে সাকিবের ব্যাপারে এখনও কোনোকিছুই আমাদের কাছে আসেনি।’
সুপার সিক্সে এর মধ্যেই একটি ম্যাচ খেলেছে রূপগঞ্জ। আগের দিন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে তারা। তবে লিগের শেষ চার ম্যাচে সাকিবকে পাচ্ছে লিজেন্ডস। রূপগঞ্জের দলীয় একটি সূত্র জানিয়েছে, নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবেন এ অলরাউন্ডার। যে কারণে আজই দেশে ফেরার কথা রয়েছে তার। এবার শিরোপা দৌঁড়ে শেখ জামাল এগিয়ে থাকলেও টিকে আছে রূপগঞ্জের আশা। যদিও দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান চার। ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রূপগঞ্জ। বাকি রয়েছে আরও চার রাউন্ড। সেক্ষেত্রে অবশ্যই শেখ জামালের বিপক্ষে জিততেই হবে তাদের। কারণ প্রথম রাউন্ডের ম্যাচে তাদের বিপক্ষে হেরে হেড টু হেডে পিছিয়ে আছে রূপগঞ্জ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ