Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুমতি ছাড়া ধর্মীয় শোভাযাত্রায় নিষেধাজ্ঞা যোগীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ৩:২০ পিএম

ভারতজুড়ে চলা লাউডস্পিকার বিতর্ক এবং সংঘর্ষের ঘটনায় এবার বড় সিদ্ধান্ত নিলেন যোগী আদিত্যনাথ। এবার থেকে উত্তরপ্রদেশে অনুমতি ছাড়া কোনওরকম ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা যাবে না। স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। লাউডস্পিকারের ব্যবহার নিয়েও দিলেন বিশেষ বার্তা।

কার্যত দিল্লির জাহাঙ্গিরপুরীর সংঘর্ষের ঘটনা থেকে সতর্ক হয়ে তড়িঘড়ি কড়া পদক্ষেপ গ্রহণ করলেন যোগী। রাজ্যের সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জরুরিভিত্তিতে একটি বৈঠকের ডাক দেন তিনি। সেখানে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়, কোনওরকম ধর্মীয় অনুষ্ঠান কিংবা শোভাযাত্রার আয়োজনের ক্ষেত্রে আগে থেকে প্রশাসনের অনুমতি নিতে হবে সকলকেই।

একইসঙ্গে যোগী আদিত্যনাথ জানিয়েছে, এই মুহূর্তে নতুন করে আর কোনও ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি মিলবে না। আগে থেকে যে অনুষ্ঠানগুলির জন্য অনুমতি নেওয়া ছিল সেগুলিই কেবলমাত্র করা যাবে। এ বিষয়ে তিনি উত্তরপ্রদেশ পুলিশকে সম্পূর্ণভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করারও ছাড় দিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ধর্মীয় স্থানে লাউডস্পিকারের ব্যবহার করা হলেও তা সেই অঞ্চলেই সীমিত রাখতে হবে। অন্য ধর্মের মানুষের সমস্যা তৈরি করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে এখনও সম্প্রীতি-শান্তি এবং সৌহার্দ্রের পরিবেশ রয়েছে। একাধিক ধর্মীয় অনুষ্ঠান শান্তিতেই অনুষ্ঠিত হয়েছে। একইদিনে অক্ষয় তৃতীয়া এবং ঈদ রয়েছে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে পুলিশকে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন যোগী।

এছাড়াও পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ থানা এলাকার ধর্মগুরুদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সকলের সঙ্গে বিস্তারিত আলোচনা করে ধর্মীয় অনুষ্ঠানের স্থল এবং সময় নির্ধারণ করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ