মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে দুই ব্রিটিশ যোদ্ধাকে বন্দি করেছে রুশ সেনা। ইউক্রেন ফৌজের হয়ে লড়তেই সে দেশে গিয়েছিল শন পিনার এবং এইডেন আসলিন নামে ওই দুই ব্রিটিশ যোদ্ধা।
রাশিয়ায় সরকারি টেলিভিশন ওই মারিউপোল শহরে বন্দি দুই ব্রিটিশ যোদ্ধার ছবি প্রকাশ করেছে। অভিযোগ করা হয়েছে, সরকারি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গোপনে সামরিক সাহায্য করছেন ইউক্রেনকে।
যদিও রুশ সেনার কাছে আত্মসমর্পণকারী আসলিন জানিয়েছেন, তিনি ২০১৮ সালে ইউক্রেন সেনার মেরিনস বাহিনীতে যোগ দিয়েছিলেন। আদতে ব্রিটেনের নটিংহ্যামশায়ারের বাসিন্দা ওই যোদ্ধার দাবি, বেশ কিছু দিন আগেই তিনি ইউক্রেনের নাগরিকত্ব চেয়ে ভলোদিমির জেলেনস্কির সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
আর এক বন্দি যোদ্ধা পিনার জানিয়েছেন, গত পাঁচ সপ্তাহ ধরে তিনি মারিয়ুপোলে ইউক্রেন মেরিনস বাহিনীর হয়ে রুশ ফৌজের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন। দুই ব্রিটিশ যোদ্ধার মুক্তির বিনিময়ে ইউক্রেনের রুশ-পন্থী শিল্পপতি ভিক্টর মেডভেদচুকের মুক্তির শর্ত দিয়েছে ভ্লাদিমির পুতিনের সরকার। রাশিয়ার পক্ষে কাজ করার অভিযোগে সম্প্রতি ইউক্রেন সরকার বন্দি করেছিল ভিক্টরকে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।