মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। আগামী পহেলা মে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কর্পস থেকে প্রথম কর্মকর্তা হিসেবে মনোজ পাণ্ডে সেনাপ্রধান হলেন। তিনি স্থলাভিষিক্ত হবেন জেনারেল মুকুন্দ নারাভানের। ৩০ এপ্রিল তার দায়িত্ব পালন শেষ হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পরবর্তী সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল মনোজ পাণ্ডেকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন অ্যালামনাই মনোজ পাণ্ডে ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার কর্পসের কমিশন প্রাপ্ত হন।
১৯৮২ সালে জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক পাস করেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ওই বছর ভারতীয় সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পদে যোগ দেন। জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরে ইস্টার্ন কমান্ডের দায়িত্ব পান। আন্দামান নিকোবরের কমান্ডার-ইন-চিফের পদেও ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। সূত্র : এনডিটিবি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।