মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তর প্রদেশে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তিন শিশুসহ একই পরিবারের পাঁচ জনের লাশ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নবাবগঞ্জ থানার খাগলপুর গ্রামের। নতুন করে রাজ্যের ক্ষমতায় আসার পরে এ ঘটনায় যোগী সরকারকে নিশানা করতে শুরু করেছে বিরোধীরা। পুলিশের দাবি, ঘটনাটি আত্মহত্যার। পুলিশ বলেছে, শনিবার সকাল ৭টায় ঘটনার খবর পাওয়া যায়। প্রয়াগরাজের পুলিশ সুপার অভিষেক আগারওয়াল জানান, ফরেনসিক দল এবং পুলিশ কুকুর নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে রাহুল (৪২), তার স্ত্রী প্রীতি (৩৮) এবং তাদের তিন মেয়ে— মাহি (১৫), পিহু (১৩) এবং কুহুকে (১১)। পুলিশ আরো বলেছে, রাহুলের লাশ ঘরের ছাদ থেকে ঝুলছিল। অন্যদের গলায় ধারালো কিছুর আঘাতের ক্ষত রয়েছে। শনিবার রাহুলের ময়না-তদন্তের রিপোর্ট এসেছে। তাতে আত্মহত্যার তত্ত্বই প্রতিষ্ঠা পাচ্ছে। এসএসপি (প্রয়াগরাজ) অজয় কুমার বলেন, বাড়ির মালিক রাহুলের লাশ ছাদ থেকে শাড়ির ফাঁসে ঝুলছিল। ওই দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। যেখানে দেহ পাওয়া গেছে, সেখানেই তিনটি চেয়ার পড়েছিল। যা দেখে মনে হয়েছিল, আত্মহত্যা করে থাকতে পারেন। তিনি আরো জানান, রাহুলের স্ত্রী এবং তিন মেয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে মনে করা হচ্ছে, খুন করা হয়ে থাকতে পারে। তদন্তে সবগুলো দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সাতটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্তকারীদের দাবি, রাহুলের বোন ও শ্যালকের কাছ থেকে জানা গেছে, তিনি কিছু দিন ধরে শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদব এ ঘটনার জন্য বিজেপি নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকারকে আক্রমণ করে বলেছেন, রাজ্যটি ‘অপরাধে নিমজ্জিত’ হয়েছে। একটি খবরের স্ক্রিনশট শেয়ার করে তিনি হিন্দিতে টুইট করেছেন, ‘বিজেপি সরকার ২.০-এর আমলে উত্তর প্রদেশ অপরাধে ডুবে গেছে। আজকের অপরাধের তালিকা—’ অখিলেশের জবাবে প্রয়াগরাজ জোনের এডিজি প্রেম প্রকাশ টুইটারে লিখেছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, বাড়ির মালিক পারিবারিক বিবাদের কারণে আত্মহত্যা করার আগে পরিবারকে হত্যা করেছেন। ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য লখনৌতে বলেছেন, তদন্ত শেষ হলে এর পিছনের সত্যতা জানা যাবে। গুরুত্ব সহকারে এবং দ্রুততার সঙ্গে তদন্ত হচ্ছে। দোষীদের রেহাই দেওয়া হবে না। বিরোধীদের সমালোচনার বিষয়ে মৌর্য বলেন, পুলিশ যখন ঘটনার তদন্ত করছে এবং দোষীদের ধরতে চাইছে, মানুষের অপেক্ষা করা উচিত। কোনো বিরোধী নেতা রক্ষা করার চেষ্টা করলেও দোষীরা পালাতে পারবে না। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।