Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মামুনুল এবার রহমতগঞ্জে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ৮:৪৯ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মধ্যবর্তী দলবদলে চমক হয়ে দেখা দিলেন জাতীয় দলের সাবেক তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম। ৩৩ বছর বয়সী এই ফুটবলার মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে এবার বিপিএলের দ্বিতীয় লেগে নাম লিখিয়েছেন জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে। রোববার তাকে বরণ করে নেন পুরান ঢাকার ক্লাবটির কর্মকর্তারা। ভালো অবস্থানে থেকে লিগের প্রথম লেগ শেষ করতে পারেনি রহমতগঞ্জ। এগারো ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে তারা। এখন মামুনুলকে দিয়েই তারা ফিরতি পর্বে ভালো করতে চাইছে। এমনিতে দলটিতে আছেন আরেক বর্ষীয়ান ডিফেন্ডার ওয়ালি ফয়সাল। এবার মামুনুলের অন্তর্ভুক্তিতে দলের শক্তি কিছুটা হলেও বেড়েছে। রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানি এমনটাই মনে করেন। তিনি বলেন, ‘মামুনুল মোহামেডানে চোটের কারণে খেলতে পারেনি। তার হ্যামস্ট্রিং সমস্যা অনেকটা কেটেছে। আশাকরি শতভাগ ফিট থাকলে দ্বিতীয় লেগে সে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ