Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

উপনির্বাচনে ৫ আসনে বিজেপি ধরাশায়ী, উজ্জীবিত কংগ্রেস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

ভারতের চার রাজ্যের চারটি বিধানসভা ও একটি লোকসভার উপনির্বাচনে সব কটিতেই হারল বিজেপি। গত মঙ্গলবার এই কেন্দ্রগুলোতে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার ভোট গণনার শুরু থেকেই সবার নজর ছিল পশ্চিমবঙ্গের দুই নজরকাড়া কেন্দ্রের তারকা প্রার্থীদের দিকে। এর মধ্যে, পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থী সাবেক বিজেপির মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্নই প্রথম তৃণমূল প্রার্থী যিনি এ কেন্দ্র থেকে জিতলেন। আগে বামেরা, পরে বিজেপি প্রার্থীরাই আসানসোল থেকে জিততেন। গতবার জিতেছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি দল ছেড়ে তৃণমূলে যাওয়ায় উপনির্বাচন হয় সেখানে। বাবুল আবার বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করেছেন। উপনির্বাচনে কংগ্রেস কিছুটা হলেও অক্সিজেন পেল বলেই পর্যবেক্ষক মহলের অনুমান। এরই মধ্যে এদিন ভারতের সফল ভোট কৌশলী প্রশান্ত কিশোর এদিন সকালে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, সাবেক সভাপতি রাহুল গান্ধী ও বর্ষীয়ান নেতা কেসি বেনুগোপালের সঙ্গে বৈঠক করায় সাধারণ কংগ্রেস কর্মীরাও বেশ উজ্জীবিত। অন্যদিকে, বিজেপি শাসিত কর্ণাটকে দুর্নীতিতে অভিযুক্ত এক মন্ত্রী ইস্তফার পর দলীয় পরিস্থিতি বিচার করতে দলের সভাপতি জেপি নাড্ডা বেঙ্গালুরুতে দুদিনের চিন্তন বৈঠক শুরু করেন এদিন। গত বছর মে মাসের পর থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব নির্বাচনেই তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। পিছিয়ে পড়ছে বিজেপি। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দ্বিতীয় স্থানও ধরে রাখতে পারল না বিজেপি। সেখানে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসেন সিপিএমের সায়রা শাহ হালিম। আসানসোলে অবশ্য বিজেপি দ্বিতীয়। তবে বিশাল ব্যবধানে শত্রুঘ্নের কাছে হার স্বীকার করতে হয়েছে ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ