Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বাগেরহাটে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মুখ বাঁধা লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:৩৩ পিএম

বাগেরহাটের ফকিরহাটে তালাবদ্ধ ঘর থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় ফরিদা বেগম ওরফে জাহানারা (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তাকে পূর্ব পরিচিত দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর মালামাল লুট করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ফরিদা বেগম ওরফে জাহানারা ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের প্রয়াত সরদার রবিউল ইসলামের স্ত্রী।
বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দীন আহমেদ স্থানীয়দের বরাতে এই প্রতিবেদককে বলেন, কয়েক বছর আগে ফরিদা বেগম ওরফে জাহানারার স্বামী মারা যান। এরপর থেকে তিনি একা এই বাড়িতে বাস করতেন। প্রতিবেশীদের গরু-ছাগল লালনপালন করে যে টাকা রোজগার করতেন তা দিয়েই চলছিল তার সংসার। তার কাছে ছাগল লালন পালন করতে দেয়া এক মালিক শওকাত গত দুই দিন ধরে ফরিদাকে না পেয়ে তার বাড়িতে খুঁজতে যান।
বাড়িতে এসে ঘর তালাবদ্ধ দেখতে পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা পুলিশে খবর দেন।
পুলিশ সেখানে গিয়ে ঘরের তালা খুলে খাটের উপর থেকে মুখ বাঁধা অবস্থায় ফরিদার মরদেহটি উদ্ধার করে।
‘ফরিদার ঘরের আলমারি ভাঙা দেখছি এবং ঘরের অন্যান্য মালামাল তছনছ করা। পূর্ব পরিচিত দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। অন্তত দুই দিন আগে এই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’
ছয়রুদ্দীন আহমেদ বলেন, ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইমসিন টিমকে আসতে বলা হয়েছে। এই পরিচিতরা কারা, তারা কেন কি উদ্দেশ্যে এই নারীকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত ছাড়া এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ