Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি জেনেশুনে বিষপান করেছি, বললেন অমিত হাসানের স্ত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ৯:৪৪ এএম

জেনেশুনেই বিষ পান করেছেন ঢালিউড অভিনেতা অমিত হাসানের সহধর্মিণী লাবনী হাসান অনন্যা। চিত্রনায়ক সাইমনের একটি ভিডিও আলাপচারিতায় অমিত হাসানকে বিয়ে করা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। তবে অমিত হাসানের সঙ্গে ২৫ বছরের সংসারে বেশ সুখেই আছেন অনন্যা। সিনেমা অঙ্গনের অন্যতম সফল দম্পতি অমিত-অনন্যার সংসারে লামিসা ও সামান্তা নামে দুই কন্যা সন্তান রয়েছে। তাই অনন্যার মন্তব্যটিকে নেতিবাচক হিসেবে নেওয়ার কোনো কারণ নেই।

এমন মন্তব্য দ্বারা অনন্যা মূলত বোঝাতে চাচ্ছেন যে, রূপালি জগতের মানুষ অমিত হাসান। নায়ক কিংবা ভিলেন হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে হয় অমিতকে। তাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়। এসব তিনি আগে থেকেই বুঝে নিয়েছেন, সহ্য করে নিয়েছেন এসব বিষয়কে। অর্থাৎ জেনেশুনেই বিষ পান করেছেন।

অমিতপত্নী অনন্যা বলেন, ‘আমি উপভোগ করি। কারণ আমি জেনেশুনে বিষপান করেছি! নায়কের স্ত্রী হওয়া মানে তো বিষ পান করা। এটা হজম করতে হবে। একশ’টা নায়িকার সঙ্গে সে কাজ করে। সেটা জেনেশুনেই কিন্তু আসতে হয়েছে আমাকে। ’

অনন্যার মতে, অমিত হাসানের কর্মজীবনের সঙ্গে খাপ খাইয়েই তিনি চলেন। অমিতের সবকিছুই মেনে নিয়েছেন। সেভাবেই চলার চেষ্টা করেন। যাতে কোনো কারণে অমিত অস্বস্তি অনুভব না করেন।

অনন্যা ভাষ্য, ‘আমি চাই ও আমাকে নিয়ে যেন কমফোর্ট ফিল করে। ভয় না পায়। আমার প্রতি ওর বিশ্বাস থাকুক, ওর প্রতিও আমার বিশ্বাস থাকুক। এই বিশ্বাস থেকেই এতবছর সংসার করে আসছি।’

একটি ঘটনার কথা স্মরণ করে অনন্যা জানান, একবার রাঙামাটিতে অমিত হাসান ও পপির শুটিং হচ্ছিল। সেখানে তাদের একটি দৃশ্য দেখে খুব খারাপ লেগেছিল তার। পরে পপির মা, সিনেমার পরিচালক, প্রযোজক সবাই তাকে বুঝিয়ে বলেন। এভাবে ধীরে ধীরে তিনি বিষয়টি স্বাভাবিকভাবে নিতে শিখে যান।

তিনি দাবি, অমিত-অনন্যা জুটি’র সম্পর্কে কখনো ফাটল ধরেনি, বলিউডের জনপ্রিয় দম্পতি শাহরুখ খান ও গৌরির সঙ্গে তুলনা করা হয় অমিত-অনন্যা জুটিকে।

প্রসঙ্গত, ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অমিত হাসানের অভিষেক ঘটে। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের ‘জ্যোতি’ সিনেমা দিয়ে শুরু হয় সফলতা। নব্বইয়ের দশকে ক্যারিয়ারের সুসময়ে থাকাকালীন সময়ে অনন্যাকে বিয়ে করেন অমিত হাসান। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে অমিত হাসান খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেন। সেখানেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন। প্রথম খলচরিত্রে অভিনয়েই নজর কাড়েন তিনি। এই সিনেমাতে তুফান চরিত্রে অভিনয়ের জন্য অমিত হাসান শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ