Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঞ্জাবে বিনামূল্যে বিদ্যুৎ দেবে দিল্লির কেজরিওয়াল সরকার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ৯:৪১ এএম

ক্ষমতায় আসার এক মাস পূর্তিতে রাজ্যবাসীকে বিদ্যুৎ মাশুল মওকুফের ঘোষণা দিল ভারতের পাঞ্জাব প্রদেশের আম আদমি পার্টি (আপ) নেতৃত্বাধীন রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, জুলাই থেকে সাধারণ মানুষকে মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের কোনো দাম দিতে হবে না। তবে এর বেশি বিদ্যুৎ খরচ করলে মাশুল দিতে হবে।
উল্লেখ্য, পাঞ্জাবে কংগ্রেসের শাসন থেকেই কৃষিক্ষেত্রে বিদ্যুতের দাম দিতে হয় না। তফশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া জনজাতির জন্যও ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাশুল মওকুফ ছিল। এখন সবাই এই সুবিধা পাবেন।
এদিকে পাঞ্জাব সরকারের জনকল্যাণমূলক ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ