প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদে মুক্তির অপেক্ষায় আছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘শান’। এ সিনেমার প্রচারণায় পরিত্র মাহে রমজানের দিনে রাজধানীতে ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। ইফতারের ব্যাগে বড় হরফে লেখা ‘শান’। যদিও ইফতার বিতরণের বিষয়টি প্রচারণার কোনো অংশ নয় বলে উল্লেখ করেন সিয়াম।
শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে ইফতারির ব্যাগ নিয়ে হাজির হন সিয়াম। এরপর ট্রাফিক সদস্যদের হাতে ইফতার তুলে দেন।
ইফতার বিতরণের সময় সিয়াম বলেন, “কয়েক দিন আগে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। একজন ট্রাফিক পুলিশ এক হাতে দায়িত্ব পালন করছেন, অন্য হাত দিয়ে পানি দিয়ে ইফতার করছেন। সেটা দেখে আমাদের ‘শান’ টিম এই উদ্যোগ নিয়েছে। আজ আমরা ঢাকার বেশ কয়েকটি এলাকায় ট্রাফিক পুলিশ ভাইদের ইফতার বিতরণ করছি। এটা সিনেমা প্রচারণার জন্য নয়।”
এম রাহিম পরিচালিত ‘শান’ সিনেমায় সিয়ামের নায়িকা পূজা চেরি। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ‘শান’। এরপর পোস্টার ও গান প্রকাশের মধ্য দিয়ে সেই আগ্রহে বাড়তি হাওয়া লাগে। এর গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
ফিল্মম্যান প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান। এতে সিয়াম-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।