Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমাদের ‘অভাবনীয় পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রকে দেয়া আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তায় ইউক্রেনে অস্ত্র সরবরাহে পরিপ্রেক্ষিতে মস্কো বলেছে, এটি ‘অভাবনীয় পরিণতির’ দিকে ঠেলে দিতে পারে।

ওই কূটনৈতিক বার্তার একটি অনুলিপি নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতে আলোচনা হচ্ছে। দুই পৃষ্ঠার কূটনৈতিক বার্তাটি ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে। কূটনৈতিক বার্তায় সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্ত্র সরবরাহ ইউক্রেন সঙ্কটে ‘আগুনে ঘি’ ঢালার মতো কাজ করছে। এটি ‘অভাবনীয় পরিণতির’ দিকে ঠেলে দিতে পারে বলে রুশ কূটনীতিকেরা ইঙ্গিত করেছেন।

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নতুন ধাপে আরও অস্ত্র-সহায়তার বিষয়টি প্রকাশ্যে আসতেই গত মঙ্গলবার এই কূটনৈতিক বার্তা দেয়া হয়। এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের নতুন অস্ত্রের চালান অনুমোদন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব অস্ত্রের মধ্যে এই প্রথম হাউইটজারের মতো দীর্ঘ পাল্লার কামানও যুক্ত করা হয়েছে। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্ত্র সরবরাহ যে কাজে দিচ্ছে, রাশিয়ার হুঁশিয়ারিকে তার স্বীকৃতি হিসেবে দেখা যেতে পারে।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ অস্ত্র-সহায়তার প্রথম চালান আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলে সেনা মোতায়েন অব্যাহত রেখেছে রাশিয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিতর্কিত ডনবাস অঞ্চলে সম্ভাব্য বড় ধরনের হামলার আগে তাদের সেখানে জড়ো করা হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে ইউক্রেনকে তিন বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ন্যাটো সদস্য দেশগুলোও ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে।

ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অস্ত্রের মধ্যে রয়েছে হেলিকপ্টার, সাঁজোয়া যান, বিমান-বিধ্বংসী স্টিংগার, ট্যাংক-বিধ্বংসী জ্যাভলিন, কামিকাজ ড্রোন, গ্রেনেড লঞ্চার ও গোলাবারুদ। যুদ্ধক্ষেত্রে বিশেষ করে ট্যাংক-বিধ্বংসী জ্যাভলিনের কার্যকারিতা ঈর্ষণীয়, যা রুশ বাহিনীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।



 

Show all comments
  • Mohammad Abdul Karim ১৭ এপ্রিল, ২০২২, ৫:০৬ এএম says : 0
    যুক্তরাষ্টের বিচার হয় না এই জন্য এরা বেশি লাফায়
    Total Reply(0) Reply
  • MD Arfan Ali ১৭ এপ্রিল, ২০২২, ৪:৪৬ এএম says : 0
    এই যুদ্ধে রাশিয়া জিতলে এক পাক্ষিগতা থেকে পৃথিবী মুক্ত হবে।
    Total Reply(0) Reply
  • Rubel Ahmed ১৭ এপ্রিল, ২০২২, ৪:৪৭ এএম says : 0
    আমেরিকা চাইতেছে আরো কঠিন উত্তেজনা তৈরি করে ইউক্রেনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে রাশিয়াকে আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করানো।
    Total Reply(0) Reply
  • Younos Miah ১৭ এপ্রিল, ২০২২, ৪:৪৪ এএম says : 0
    সারা বিশ্বে সন্ত্রাসীর মদদ দাতা সন্ত্রাস সৃষ্টি কারি আমেরিকা কে কঠিন জবাব দেওয়া হউক
    Total Reply(0) Reply
  • Md Labu Miah ১৭ এপ্রিল, ২০২২, ৪:৪২ এএম says : 0
    এটমিক যুদ্ধের দিকে এগুচ্ছে রাশিয়া। ইউক্রেন আত্মসমর্পণ না করলে হয়তোবা হিরোশিমা নাগাকাসির মত পরিনতি হতে পারে। আমার মনে হয় আমেরিকা ইউরোপ আগুনে তেল ঢালতেছে।বিশ্ব যুদ্ধ কি শুরুর দিকে। ওদিকে তাইওয়ানকে আমেরিকা উসকানি দিয়ে চায়নাকে উত্তেজিত করতেছে। আসলে সামনে সান্তি দেখতেছিনা।
    Total Reply(0) Reply
  • Shamsul Alam ১৭ এপ্রিল, ২০২২, ৪:৩৮ এএম says : 0
    ইউক্রেনের সবগুলো অস্ত্রকারখানা দ্রুত গুড়িয়ে দিক রাশিয়া। এই কাজটি আরো আগে দরকার ছিল।
    Total Reply(0) Reply
  • Shahajada Islam Syhouk ১৭ এপ্রিল, ২০২২, ৪:৩৯ এএম says : 0
    · পশ্চিমারা পুরো পৃথিবীটাকে দাসত্বের শৃংখলে বন্দি করে রেখেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তাদের একটি অর্থনৈতিক এজেন্ডা। রাশিয়াকে পূর্ণ সমর্থন করছি এবং একটি পশ্চিমা অভিশাপ মুক্ত শালীন এবং শান্তিপূর্ণ পৃথিবী কামনা করছি।
    Total Reply(0) Reply
  • Md Anowar ১৭ এপ্রিল, ২০২২, ৪:৪০ এএম says : 0
    বিশ্ব তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে যাচ্ছে, আর এর জন্য দায়ী যুক্ত রাষ্ট্র।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ